মাগুরার শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দক্ষতা ও সৃজনশীল কাজের ওপর এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বিদ্যালয়ের ইন্সট্রাক্টর অ্যান্ড একাডেমিক ইনচার্জ সাইফ ইকবাল, মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান এবং আড়পাড়া পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন—প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস বিভাগের শিক্ষার্থী ফয়সাল আলম ও মেহেদী হাসান মেহেরব এবং জেনারেল ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী আফরিন খাতুন।
কেকে/ আরআই