ক্রিকেট এখন বিশ্বে অতি পরিচিত একটি খেলার নাম। এ খেলা ইংল্যান্ডে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর ইতিহাস ষোড়শ শতাব্দীর শেষদিক থেকে শুরু হয়। ১৯ শতকে এর নিয়ম-কানুন তৈরি হতে থাকে। ক্রিকেট খেলার কিছু অজানা বা মজার তথ্যের মধ্যে রয়েছে, ক্রিকেটে প্রথম লাল কার্ড দেখা, একই দিনে প্রথম শ্রেণির ক্রিকেট ও ফুটবল খেলা এবং অনেক দেশে ক্রিকেটের জনপ্রিয়তা। যা নিচে দেওয়া হলো
বাংলাদেশ ক্রিকেট দল
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হলেও, ইতিহাস স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় ১৮৭৭ সালে।
ক্রিকেটের জনক : উইলিয়াম গিলবার্ট গ্রেস কে প্রায়শই ক্রিকেটের জনক হিসেবে গণ্য করা হয়।
ইলিয়াম গিলবার্ট গ্রেস
আইন প্রণয়ন : ১৭৮৮ সালে ম রিলিবোন ক্রিকেট ক্লাব (গঈঈ) ক্রিকেট খেলার আইন প্রণয়নের দায়িত্ব নেয়।
লাল কার্ড : ক্রিকেটে প্রথম লাল কার্ড দেখার ঘটনা ঘটে সুনীল নারাইনের সঙ্গে, যা তাকে আম্পায়ারের নির্দেশে মাঠ ছাড়তে বাধ্য করে, এটি ক্রিকেট ইতিহাসের একটি নতুন ঘটনা ছিল।
অদ্ভুত রেকর্ড : ইংলিশ ক্রিকেটার ক্রিস বল্ডারস্টোন ১৯৭৫ সালের ১৫ সেপ্টেম্বর একই দিনে একটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ও ফুটবল লিগে অংশ নিয়েছিলেন।
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে জনপ্রিয়তা : দর্শক সংখ্যার দিক থেকে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে পরিচিতি লাভ করেছে।
আরো কিছু তথ্য : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ওঈঈ) এই খেলার বিশ্বব্যাপী প্রশাসন পরিচালনা করে।
ছবি: সংগৃহীত
ক্রিকেটের আইন : বর্তমানে ক্রিকেট খেলা পরিচালনার জন্য ৪২টি আইন রয়েছে, যা খেলার নিয়ম, জয়-পরাজয় নির্ধারণ, ব্যাটসম্যানের আউট হওয়া, পিচের মাপ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।
পিচের মাপ : ক্রিকেট পিচটি ২২ গজ (২০.১২ মিটার) লম্বা এবং ১০ ফুট (৩.০৪ মিটার) চওড়া হয়, যার দুই প্রান্তে তিনটি করে স্টিক বা উইকেট থাকে।