ভারতের বিপক্ষে চলতি এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। টুর্নামেন্টের ফাইনালে আবারও টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে দলটি। এর আগে ম্যাচ দু’টির কথা ভুলে যেতে চাইছেন মাইক হেসন। পাকিস্তানের কোচের মাথায় এখন শুধু ফাইনাল। তার মতে, রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাতে পারলেই আগের দুই ম্যাচের সব সমালোচনা বন্ধ হয়ে যাবে।
ফাইনালের আগেই ভারতকে হারানোর নীল নকশা তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন হেসন। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে তিনি বলেন, আমি ওদের খেলার দিকে মন দিতে বলেছি। আমরা শুধু ক্রিকেট নিয়েই ভাবি। সেটাই আমাদের কাজ। ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ, আলাদা উত্তেজনা কাজ করে। তার প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতেই পারে। তবে আমরা ক্রিকেটের বাইরে কিছু ভাবব না।
চলতি এশিয়া কাপে ভারতের কাছে দু’বার হেরেছে পাকিস্তান। তবে এখনও একটা সুযোগ রয়েছে তাদের কাছে। সেদিকেই হেসনের নজর। পাকিস্তানের কোচ বলেন, আমাদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। এবার আমাদের কাজ হল সেটার সদ্ব্যবহার করা। ভারতকে হারানোর নীল নকশা তৈরি। মাঠে সেটা করে দেখাতে হবে।
হেসন আরও বলেন, আমরা ১৪ ও ২১ তারিখ খেলেছি। সেই দু’দিন হারতে হয়েছে। প্রথম ম্যাচে আমরা ওদের খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছি। দ্বিতীয় ম্যাচে আমরা অনেকক্ষণ ওদের চাপে রেখেছিলাম। কিন্তু আসল হল রোববারের ম্যাচ। আমাদের ট্রফি জেতার সুযোগ রয়েছে। সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেই ম্যাচে নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করব।
কেকে/ আরআই