রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্থানীয় আবুজার রহমানের ছেলে সুজন মিয়া বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক স্বজনেরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরের বৈদ্যুতিক স্পর্শে মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
কেকে/ আরআই