হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে: মুফতী ফয়জুল করীম
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম
ছবি : খোলা কাগজ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, একদল খেয়ে পালিয়েছে, আরেকদল খাওয়া শুরু করেছে৷ অন্যায় কমেনি, শুধু হাত বদল হয়েছে। দেশে খুন হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। দেশের এই ক্লান্তিলগ্নে হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে। মানুষ শান্তিতে ঘুমাবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে। থাকবে না কোনো বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে।
সালথায় মুফতি ফয়জুল করীম। ছবি : খোলা কাগজ
তিনি বলেন, দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়। আমরা সবাই মিলে মিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।
ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, মুফতী ইমরান হোসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ।