বিপ্লবী যুব সংহতির আহ্বানে আগামীকাল জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় যুব কনভেনশনের সদস্যসচিব মীর রেজাউল আলমের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশ থেকে সাত শতাধিক যুব প্রতিনিধি দিনব্যাপী এই কনভেনশনে অংশগ্রহণ করবেন। ‘যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করুন’ এই মূল স্লোগানে যুব কনভেনশন অনুষ্ঠিত হবে।
কনভেনশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশিষ্ট নৃ-বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশরেকা অদিতি হক।
উদ্বোধনী অধিবেশনের পর যুব কনভেনশনের র্যালী অনুষ্ঠিত হবে। কনভেনশন যুব অধিকার ও উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা গ্রহণ করা হবে।
কেকে/এজে