‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’-এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঁধনের পদ্মা জোনের আয়োজনে রাজবাড়ী সরকারী কলেজে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন পদ্মা জোনের সভাপতি অনিক আচার্য্যের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষক উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি এস এম কামরুল জামাল কাফি, ২৪-২৫ পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপদেষ্টা আলাউদ্দিন মোল্লা, খায়েরুল ইসলাম, আনিসুর রহমান, পদ্মা জোনের উপদেষ্টা রুবেলুর রহমান, নাজমুল আহসান, আব্দুর রহমান চৌধুরী, পদ্মা জোনের আওতাধীন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট, কুষ্টিয়া সরকারী কলেজ ইউনিট, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ ইউনিট, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ইউনিট, ঝিনাইদাহ কেশবচন্দ্র সরকারী কলেজ ইউনিট, মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ ও মেহেরপুর সরকারী কলেজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য দেন, কর্মশালার আহ্বায়ক ও রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি সাব্বির হোসেন। প্রথম পর্ব শেষে প্রেজেন্টেশনের মাধ্যেমে তুলে ধরা হয় বাঁধনের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিবরণ।
শেষে কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং কর্মশালায় অংশগ্রহনকারীদেরকে সনদপত্র দেওয়া হয়।
উল্লেখ্য, বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমানে বাঁধন এর কার্যক্রম ৬১ জেলায় বিভিন্ন কলেজে পরিচালিত হচ্ছে। এরমধ্যে রয়েছে ১৬টি জোন, ১৪৮টি ইউনিট ও ১৪টি পরিবার। পদ্মা জোনের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ১লা মার্চ। নিয়মিত বাঁধনকর্মীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়সহ সারাদেশে প্রতিমাসে হাজার হাজার ব্যাগ রক্ত সরবরাহ করে দৃষ্টান্তস্থাপন করে আসছে।
কেকে/ আরআই