এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু হাসিনা খান না। বাংলাদেশের বিভিন্ন দলের অনেক নেতাকর্মী সেই টাকায় ব্যবসা করছেন, ভোগ-বিলাসে মেতেছেন, এমনকি তাদের সন্তানদের দেশ-বিদেশে পড়ালেখা করাচ্ছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ ২.০ গড়ার প্রত্যয়ে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারা কারা এই দেশে বিভিন্ন ব্যানারে ঘাপটি মেরে বসে থেকে আগামী দিনে আওয়ামী লীগকে ও এস আলমের টাকায় জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে ফিরিয়ে আনতে চায়। তারা বাংলাদেশের মানুষ না,তারা দিল্লির গোলাম। ওরা যে ব্যানারে আসুক কিংবা যে দল থেকে আসুক, তারা গণঅভ্যুত্থানের শত্রু, ১৪৫৭ জন শহিদের রক্তের গাদ্দার। তাদেরকে কোনোভাবেই আগামী দিনের রাজনীতিতে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।
আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, বিএনপি বলেছে তারা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ চায়। আমরা বলেছি, আমরা এককক্ষ বিশিষ্ট সংসদ চাই। ৫৩ বছরে একটি সংসদই কার্যকর করতে পারেনি রাষ্ট্র, সেখানে দুটি সংসদ কার্যকর হবে-এটা অবাস্তব। বরং এটি চাঁদাবাজি ও পুনর্বাসনের কক্ষে পরিণত হবে। তারপরও যদি সবাই একমত হয়, আমরা দুই কক্ষ মেনে নেব। তবে আমাদের প্রস্তাব হলো-মিশ্র পদ্ধতি।
সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি।
কেকে/ এমএস