শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫,
১২ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম: দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস      বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে      টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা      রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া      এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে      বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ      
দেশজুড়ে
সীতাকুণ্ডে ইকোট্যুরিজম শিল্পের সম্ভাবনা, প্রয়োজন উন্নত যোগাযোগ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সীতাকুণ্ডে ইকোট্যুরিজম শিল্পের দারুন সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজন উন্নত যোগাযোগ, নিরাপদ খাদ্য ও পর্যটকদের নিরাপত্তা। এই তিন চ্যালেঞ্জকে মোকাবিলা করা গেলে আলোর মুখ দেখবে ইকোট্যুরিজম শিল্প। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্ব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন স্থানীয় জনগোষ্ঠীকে। সব দায়িত্ব সরকারের নয় কিছু জনগোষ্ঠীরও রয়েছে।

সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় পর্যটন স্পটগুলোর কাছাকাছি প্রায় ১৮টির বেশি বাড়ি রয়েছে। যেখানে পর্যটকরা রাত্রি যাপনসহ স্থানীয় উৎপাদিত সবজি, সামুদ্রিক মাছ ও পছন্দের যে কোন আইটেম দিয়ে খেতে পারেন। হোটেল- রেস্টুরেন্ট থেকে এখানে খরচ কম। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের গা ঘেষে এখানে রয়েছে সীচপা (সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়) হোমস্টে সার্ভিস। এই পর্যটন স্পটে অল্প সময়ে বেশ সুনাম করেছে। হোমস্টেসহ ২৬ ধরনের সার্ভিস চালু রয়েছে এসব পর্যটন স্পটে। 

প্রশিক্ষণপ্রাপ্ত ট্যুরিস্ট গাইডস রয়েছে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলাতে। বিদেশি ও উচ্চ মানের পর্যটককে তারা গাইড দিতে সক্ষম। এসকল ট্যুরিস্ট গাইডস বেশির ভাগ বিশ্ববিদ্যালয়-কলেজে পড়াশুনা করছে। স্থানীয় কৃষ্টি কালচার, ইতিহাস সম্পর্কে তারা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। যা পর্যটকদের গাইড দেয়ার সময় পরিচয় করে দেন।
  
খৈয়াছড়া ঝর্ণার একজন ট্রেইল ট্র্যাকিং এন্ড কমফোর্ট ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার মো. সবুজ খান। মাত্র ১২০০ টাকা দামের একটি ওজন মাপার স্কেল দিয়ে তার ব্যবসা শুরু। ইপসা ও পিকেএসএফ এর সহযোগিতা নিয়ে পরে এংলেট ও লাঠি বিক্রি শুরু করেন। এই উপকরণ আবার কেউ চাইলে ভাড়ায়ও নিতে পারে। এখন ঝর্ণায় যেতে পাথরের কনা, উচুনিচু পথে হাঁটতে গিয়ে পর্যটকেরা কষ্ট পেতে হয় না। উন্নত লাইফস্টাইল পর্যটক ওজন মেপে ট্র্যাকিংয়ে যান আবার ট্র্যাকিং শেষ করে ওজন মাপেন। সার্ভিসটি চালু হওয়ায় পর্যটকরাও খুশি। আগে সে দোকানো যা আয় করতো তার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি একাই সার্ভিসটি দেখাশুনা করেন।

স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবন নযাত্রার মান (ব্যবসায় মুনাফা বৃদ্ধি, আত্ম-কর্মসংস্থান ও মজুরী শ্রম সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত) উন্নয়নের লক্ষ্যে ও  পরিবেশ বান্ধব আধুনিক পর্যটন সরঞ্জামাদি, উপকরণ এবং সার্ভিস নিশ্চিতকরণ। দক্ষ সার্ভিস প্রোভাইডার ও সার্ভিস সহযোগী উন্নয়নের মাধ্যমে গুণগত সার্ভিসের সংখ্যা বৃদ্ধি। ইকো-ট্যুরিজম সার্ভিসের বাজার সম্প্রসারণের মাধ্যমে পর্যটকের সংখ্যাবৃদ্ধি। ইকো-ট্যুরিজমের উন্নয়নে উদ্যোক্তাদের মাঝে আর্থিক প্রবাহ নিশ্চিতকরণের উদ্দেশ্যে ২০১৮ সালের আগস্ট মাসে প্রকৃতির অমূল্য এই সম্পদকে স্থায়ীত্বশীলতা অনুধাবন করে পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইইজ (পেইস)-প্রকল্পের আওতায় স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসা চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ইকোট্যুরিজম শিল্পের উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়নে কাজ করে ।

পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের উন্নয়নে প্রায় ২৬ ধরনের পর্যটন সেবা প্রদাণের মাধ্যমে ৩ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে। এসব উদ্যোক্তা  সবাই প্রান্তিক জনগোষ্ঠী। কেউ বাস করে পাহাড়ের বুকে আবার কেউ সমূদ্রের পাড়ে। কৃষি, মৎস শিকার ও বনের কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা মানুষ গুলোর পেশা পরিবর্তন করে দিয়েছে পর্যটন ব্যবসা। 

সৌন্দর্যের  লীলাভূমি সীতাকুণ্ড ও মিরসরাইয়ে পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসা করছে স্থানীয়রা। এরমধ্যে প্রায় ২৬ টি ক্যাটাগরীর ৩০০০ প্রান্তিক জনগোষ্ঠি রয়েছে যারা পর্যটকের কাছে মানসম্মত সেবা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। 

সার্ভিস প্রোভাইডারদের দাবি যে, পর্যটন এসব এলাকার সুরক্ষা তারাই দিয়ে আসছে। পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে তারাই রক্ষাকবচ হয়ে কাজ করছে। স্থানীয়দের অভিমত এসব সার্ভিস  প্রোভাইডারদের তাড়িয়ে দিয়ে অপরাধীদের অভয়ারণ্য তৈরি ছাড়া আর কিছুই হবেনা। এ অবস্থায় প্রয়োজন সরকারের সর্বাত্বক সহযোগিতা।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বন্ধ হয়ে গিয়েছিল এসব ক্ষুদ্র উদ্যোগ। ঐতিহ্যবাহী সীতাকুণ্ডকে অন্যতম পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকারি বাজেটেও এই খাতকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

চট্টগ্রাম জেলার মধ্যে যতগুলো পর্যটন উপজেলা রয়েছে তার মধ্যে শহরের একেবারে সন্নিকটে হচ্ছে  সীতাকুণ্ড উপজেলা। পর্যটকদের একটি বড় অংশই এখানে আসেন ভ্রমণে। পর্যটন এলাকায় আগের তুলনায় পর্যটক সেবা বৃদ্ধি পাওয়ায় সরকারও প্রচুর রাজস্ব আয় করে।

সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় গড়ে ওঠা পর্যটন স্পটগুলো হলো: চট্টগ্রাম শহর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে দক্ষিণ দিকে আসলে প্রথমেই ভাটিয়ারী হ্রদ। এর পর থেকে ধারাবাহিকভাবে ঘুরতে পারেন কুমিরা ফেরিঘাট, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ও ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড ইকোপার্ক (সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা), মুরাদপুর (গুলিয়াখালী) সমুদ্র সৈকত, বারৈয়াঢালা জাতীয় উদ্যান(সহস্রধারা ঝর্ণা -২, রুপসী ঝর্ণা ও সৈয়দপুর সমুদ্র সৈকত। মিরসরাই উপজেলার পর্যটন স্পট গুলো হলো মহামায়া ইকোপার্ক, রাবার ড্যাম, খৈয়াছড়া ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা।

এসব পর্যটন স্পটে যে সব সার্বিস গড়ে উঠেছে : হোমস্টে, বোট রাইডস, কায়াকিং, বিউটিফিকেশন এন্ড বিউটি পার্লার, ক্যাটারিং, ফুড এন্ড স্নেকস, ফুড এন্ড বেভারেজ, ট্রান্সপোর্ট, টেন্ট ক্যাম্পিং, হাইকিং, ট্রেইল ট্রেকিং, কম্ফোর্ট চেয়ার, বাথরুম এন্ড টয়লেট, চেঞ্জিং রুম, ব্রেস্ট ফিডিং কর্নার, প্রেয়ার জোন, চাইল্ড এন্টারটেইন স্পট, ফিশিং, স্থানীয় ফল বিক্রেতা, শিশুদের খেলনা বিক্রয়, ঝালমুড়ি বিক্রয়, ফটোগ্রাফি সার্ভিস, ট্যুরিস্ট গাইডস, হস্তশিল্প, পর্যটন স্পটের দৃশ্য সংবলিত টি শার্ট বিক্রেতা, লকার সার্ভিস ইত্যাদি। 

বর্তমান বিশ্বে পর্যটন একটি লাভজনক এবং অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং বহুমুখী কর্মসংস্থান সহায়ক বড় শিল্পখাত। ওয়ার্ল্ড ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের গবেষণায় বলা হয়, বাংলাদেশে এই মুহূর্তে ১১ লাখ ৩৮ হাজার ৫০০ জানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতে সম্পৃক্ত। পর্যটনশিল্পে বাংলাদেশের র‌্যাংকিং ৬০ হলেও দশ বছর পর তা ১৮ তম অবস্থানে চলে আসবে। বাংলাদেশে এক-তৃতীয়াংশ রপ্তানী আয়ের প্রধান উৎস হবে পর্যটন শিল্প। 

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তিন বছরও হস্তান্তর হয়নি নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
পদ্মায় স্পিডবোট ডুবিতে গৃহবধূর মৃত্যু, আহত ৮
তারাগঞ্জে বিদ্যুৎ স্পর্শে কিশোরের মৃত্যু
সোনারগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে সাত বছরের শিশু ধর্ষণ, জামিনে মুক্ত অভিযুক্ত কিশোর
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ডেজা’র শ্রদ্ধা নিবেদন
শ্রীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির বৈঠক
হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে: মুফতী ফয়জুল করীম
রাজবাড়ী‌তে বাঁধন’র দিনব্যাপী কর্মশালা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close