পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান। টপ অর্ডারের ব্যাটসম্যানদের হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা।
হৃদয়ের পর সাইফ হাসানও গেলেন। ২৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপদেই পড়েছে বাংলাদেশ। হৃদয়ের মতোই ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইম আইয়ুবের ক্যাচ হয়েছেন ১৫ বলে ১৮ রান করা সাইফ। উইকেটটি পেয়েছেন হারিস রউফ। পরের বলেই থার্ড ম্যান দিয়ে ছক্কা মেরেছেন নুরুল হাসান।
হারিস রউফের করা আগের ওভারে চার–ছক্কায় ১০ রান নিয়েছিলেন সাইফ হাসান। পরের ওভারের প্রথম বলে পাকিস্তানি ফিল্ডারদের হাস্যকর ব্যর্থতায় নিশ্চিত রানআউট হওয়া থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশ ওপেনার। তবে পরের বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। শাহিন আফ্রিদির বলে সাইম আইয়ুবকে ক্যাচ দিয়েছেন তাওহিদ হৃদয় (১০ বলে ৫ রান)। ২৩ রান দ্বিতীয় উইকেট খোয়াল বাংলাদেশ। দুই বল পর ছক্কা মেরেছেন মাত্রই উইকেটে আসা মেহেদী হাসান।
ফাহিম আশরাফের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ইনিংসের প্রথম ছক্কা মেরেছেন সাইফ হাসান। মিড অন দিয়ে ছক্কাটি মেরেছেন সাইফ।
শাহিন আফ্রিদির করা পরের ওভারে এসেছে ৪ রান।
ফাঁদ পেতে পারভেজ হোসেনের উইকেট শিকার করলেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের পঞ্চম বলটি লাফিয়ে উঠেছিল। সেই বলে লেগ সাইডে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোহাম্মদ নেওয়াজের দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন পারভেজ। ১ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ, ২ বলে শূন্য রানে ফিরলেন পারভেজ। উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়।
এ নিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ওভারে ২২ উইকেট পেলেন আফ্রিদি।
কেকে/এজে