কিছু দিন আগেই স্প্যানিশ সংবাদ মাধ্যম কোপের সাংবাদিক নাচো গার্সিয়া জানিয়েছিলেন, অবসরের কথা ভাবছেন ইন্টার মায়ামির স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস। সেই কথা সত্য হলো, বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সি স্প্যানিশ এই তারকা। এমএলএসের চলতি মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন তিনি।
ইন্টার মায়ামির হয়ে খেলা বুসকেটস ভিডিওতে আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন। ভিডিওতে বুসকেটস বলেন, ‘এগুলোই মাঠে আমার শেষ কয়েক মাস। আমি খুব খুশি, গর্বিত, পূর্ণতা পাওয়া এবং সবচেয়ে বড় কথা কৃতজ্ঞ হয়ে অবসর নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ফুটবলকে, তুমি সব সময় থাকবে এই সুন্দর গল্পের অংশ হয়ে।’
২০০৮ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর দুই দশকের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৮০০’র বেশি ক্লাব ম্যাচ এবং ১৪৩টি আন্তর্জাতিক ম্যাচ। শিরোপার ঝুলিতে আছে ৩৬টি ট্রফি, যার মধ্যে আছে নয়টি লা লিগা শিরোপা, তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ২০১০ বিশ্বকাপ।
পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার হয়ে মিডফিল্ডে নতুন ধারা তৈরি করেছিলেন তিনি। ডিফেনসিভ মিডফিল্ডার হিসেবে গড়ে তুলেছেন নিজেকে। নিজের দক্ষতা, ঠান্ডা মাথায় বল কন্ট্রোল ও নিখুঁত পাসিং তাকে করে তুলেছিল সময়ের সেরা একজন মিডফিল্ডার।
২০২৩ সালে শৈশবের বন্ধু লিওনেল মেসির সঙ্গে যোগ দিতে বুসকেটসে নাম লেখান ইন্টার মায়ামিতে। বিদায়ী বার্তায় তিনি কৃতজ্ঞতা জানান বার্সেলোনা, স্পেন জাতীয় দল, ইন্টার মায়ামি, সতীর্থ ও সমর্থকদের প্রতি। বিশেষ ধন্যবাদ দেন স্ত্রী এলেনা গালেরা ও সন্তানদের।
কেকে/ এমএ