এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানোর আয়োজন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ছাত্রদলের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, মেসে বা হলে থাকলে হয়তো খেলা দেখা হতো না। কিংবা খেলা দেখা হলেও এতটা উন্মাদনা থাকতো না। সবাই মিলে খেলা দেখছি, আনন্দ করছি। প্রত্যাশা থাকবে ভবিষ্যতেও হাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে।
হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস ও সদস্য সচিব মো. ফরহাদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ছাত্রদল বরাবরই অগ্রণী এবং বদ্ধপরিকর। জুলাই আগস্ট পরবর্তী সময়ে যেন শিক্ষার্থীদের সাথে সেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়দার করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সেই চেষ্টা এবং কাজগুলো করছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং চিত্তবিনোদনমূলক কার্যক্রম তারই একটা অংশ।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেরও প্রয়োজন আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ পন্থী রাজনীতি করে। আজকে এবং আগামীকাল যেহেতু বাংলাদেশের এশিয়া কাপের খেলা আছে তাই হাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের কথা ভেবে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে। সকলে মিলে একসাথে খেলা দেখার মাঝে একটা অন্যরকম উন্মাদনা এবং আনন্দ আছে। সেইসাথে সকলের মাঝে একটা ভাবের আদান-প্রদানও হয়। আমাদের ছাত্র রাজনীতি যেহেতু শিক্ষার্থীবান্ধব তাই আমরা বিষয়টি বিবেচনায় নিয়ে উক্ত আয়োজন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আয়োজনকে সাদরে গ্রহণ করে খেলা উপভোগ করতে চলে এসেছে। যা আমাদের ভবিষ্যত আয়োজনকে অনুপ্রাণিত করেছে। হাবিপ্রবি ছাত্রদল ভবিষ্যতেও এমন শিক্ষার্থীবান্ধব আয়োজন করবে।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় প্রধান ফটকে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে।
কেকে/ আরআই