শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোয়াল চামটের মদন গোপাল আঙ্গিনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পূজা উদযাপন পরিষদের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি প্রফেসর অসীম কুমার সাহা, সুকেল সাহা, ননী গোপাল সাহা, ডাক্তার প্রকাশ সরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বাবুরাম কর্মকার, সদস্য গোপাল মজুমদার, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিঙ্কর, সাধারণ সম্পাদক এডভোকেট চিরঞ্জিব রায়,
আরও বক্তব্য রাখেন, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সালথা থানার সভাপতি অরূপ কুমার সাহা, ভাঙ্গা থানার সভাপতি জগদীশ পাল, মধুখালী থানার সভাপতি বিকাশ সাহা, চরভদ্রাসন থানার সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার, সালথা থানার সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস।
বক্তারা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
এ সংগঠন হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করছে। শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে প্রতিবছরের মত এবারও মন্দিরগুলোর পাশে থাকার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়া শারদীয় দুর্গোৎসব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে পূজা চলাকালে কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার এবং সরকার ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
কেকে/বি