আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
‘বিজ্ঞানসম্মত কর্ম, ওজন রক্ষায় বর্ম’-এ প্রতিপাদ্যে এহেড ফাইন্ডেশন এ সভার আয়োজন করে।
এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক।
সিডার সহ-সভাপতি মো. আফসার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদ উদ্দিন আল হাসান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সমাজসেবক মো. শওকত আলী, প্রবীণ ব্যক্তি নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তর করার অঙ্গীকার। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজন স্তর রক্ষা সম্ভব নয়। উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণেই ওজোন স্তর সুরক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে। বায়ুন্ডলের এ ওজন স্তর ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি সর্বপ্রথম ধরা পড়ে সত্তর দশকে।’
তারা আরও বলেন, ‘বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি ও অতিরিক্ত কার্বন ব্যবহারের কারণে ওজন স্তর প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশের সুযোগ পায়। ফলে ধীরে ধীরে মানুষসহ সব প্রাণীই আক্রান্ত হচ্ছে ত্বকের ক্যানসারসহ নানা কঠিন ও জটিল রোগে। তাই, পৃথিবীর ওজোন স্তর সুরক্ষার নিশ্চিতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিয়েল প্রটোকল গৃহীত হয়। ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিয়েল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে প্রতি বছরই বাংলাদেশ এ দিবসটি পালন করে আসছে।’
কেকে/ এমএ