ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার কারিমা গোর। আর এতেই তিনি জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে।
নেপালের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। আর ক্যারিবিয়ানদের সেই দলেই জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নিলেও গোরের বাবা-মা দুজনেই অ্যান্টিগার। এমনকি ছোটবেলায় খেলেছেন দেশটির বয়সভিত্তিক দলের হয়ে। তার বাবা ইয়ান গোরও একজন ক্রিকেটার।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক নেপাল হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।
টেস্ট দলের হয়ে ভারত সফরে থাকায় নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেটারদের বেশ ক’জনই থাকছেন না এই সিরিজে। আর তাতেই সুযোগ পেয়েছেন, সিপিএলে দারুণ পারফর্ম করা ব্যাটার আকিম ওগিস, পেসার র্যামন সিমন্ডস, লেগ স্পিনার জিশান মোতারা ও কিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গু।
শারজাহতে আগামী ২৭ সেপ্টেম্বর নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
কেকে/ আরআই