অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ী হয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা করা ইভ্যালি বিভিন্ন ইলেকট্রনিক পণ্যসহ নানা পণ্য অর্ধেক দামে বিক্রির প্রলোভন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম সংগ্রহ করেছিল। তবে বহু গ্রাহক মাসের পর মাস পণ্য না পেয়ে ভোগান্তিতে পড়েন। এ পর্যন্ত ইভ্যালি ক্রেতা ও সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়েছিল।
মামলাটির অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজসে গ্রাহকদের প্রতারণার উদ্দেশ্যে ইভ্যালি প্রতিষ্ঠা করেন। সুপরিকল্পিত বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে বিভিন্ন পণ্যের অগ্রিম গ্রহণ করে তাদের প্রতারণা করেছেন। এ মামলায় বাদী মো. আবুল কালাম আজাদ জানান, তিনি ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেছিলেন, কিন্তু পণ্য সরবরাহ পাননি।
মামলার তদন্ত শেষে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পরবর্তীতে পিবিআই প্রতিবেদন অনুযায়ী সত্যতা পাওয়ার ভিত্তিতে এই রায় প্রদান করা হয়েছে। মামলার বিচারকালে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। এই রায় ইভ্যালি সংক্রান্ত প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার এক গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে গণ্য হচ্ছে।
কেকে/ আরআই