ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিসের এসি ল্যান্ডের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক কোরবান আলী, সহ-সভাপতি ও সমকালের প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, কোষাধ্যক্ষ ও ইনকিলাবের প্রতিনিধি জাকির হোসেন, যায় যায় দিন ও এশিয়ান টিভির প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজের প্রতিনিধি আল মামুন রনি, সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়ার প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান।
মো. শিব্বির আহমেদ বলেন, ‘বোয়ালমারী শান্ত জায়গা, মানুষগুলোও শান্ত। আশা করছি ভালো লাগবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামাজিক অভিযোগগুলো গ্রাম আদালত হয়ে আমাদের কাছে আসা উচিত। তা নাহলে গ্রাম আদালতগুলোর ভূমিকা কমে যাবে।’
সভায় শিব্বির আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
প্রসঙ্গত মো. শিব্বির আহমেদ এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গত ২১ আগস্ট বোয়ালমারীতে যোগ দেন।
কেকে/ এমএ