লিটন কুমার দাস। জন্ম ১৩ অক্টোবর, ১৯৯৪। একজন বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের টি-২০ ফরমেটের বর্তমান (সেপ্টেম্বর-২০২৫) অধিনায়ক। তিনি একজন উইকেট-কিপার এবং ডানহাতি ব্যাটার।
২০১৫ সালের জুনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন ১৭৬। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বলে অর্ধশতক করেন। যা ছিল বাংলাদেশের সবচেয়ে কম বলে অর্ধ শতক রান করার রেকর্ড।
লিটন কুমার দাস বাংলাদেশের দিনাজপুর জেলার একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাচ্চু চন্দ্র দাস এবং মাতার নাম অনিতা দাস। তার দুই ভাই। তিনি বিকেএসপিতে পড়াশোনা করেছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিবাহ করেন। স্ত্রী একজন কৃষিবিদ। ২০২৩ সালের নভেম্বরে তাদের একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।
২০০৭-২০০৮ মৌসুমে ১৩ বছর বয়সে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে খেলেন। ২০১০-১১ সালে তাকে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ উভয় দলে খেলার জন্য নির্বাচন করা হয়। শেষমেষ তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয় ২০১২ ও ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেন।
কেকে/ আরআই