চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আইনজীবী ও সমাজ সেবক এসএ অপু।
হুসেন ভিটা উক্তিয়া মসজিদ, রাতন ধনিয়া পাড়া উক্তিয়া মসজিদ, ফতেপুর উক্তিয়া মসজিদ, বড় জামবাড়িয়া উক্তিয়া মসজিদ, রেশ্বরপুর উত্তর টোলা উক্তিয়া মসজিদ, আম ফাউন্ডেশন বিএনপি ক্লাব, বজরাটেক সবজা ঈদগা পাড়া উক্তিয়া মসজিদ, পোলাডাঙ্গা (উল্টাডাঙ্গা) উক্তিয়া মসজিদ, ফতেপুর যুব সংঘ ক্লাবে ১টি করে ফ্যান বিতরণ করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) ফ্যান বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদসদ্য আবুল কালাম আজাদ, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি কাওসারুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ১ নম্বর ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ারদী, ২নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বুল আলী, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু মিয়া।
এসএ অপু বলেন, “আমি সর্বদা ভোলাহাটসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো। আমার লক্ষ্য হলো জনতার সেবা করা এবং বিদেশি বিনিয়োগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন।’
কেকে/ এমএ