ধানের শীষের অন্যতম মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, "আমরা ধানের শীষ প্রতিকের জন্য ভোট চাইতে উপজেলার প্রতিটি ঘরে ঘরে যাব।"
মরহুম ফাহাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) দলের প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, দলের জন্য কাজ করতে যেয়ে ফাহাদ মারা যায়। তার দল বিএনপি যেনো ক্ষমতায় আসে সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনারা খুব শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনের মনোনীত ধানের শীষের প্রার্থীর নাম জানতে পারবেন।
গত ১ বছর আগে এই দিনে (১৪ সেপ্টেম্বর, ২০২৪) এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সহসভাপতি তাইয়ান আহমেদ ফাহাদ। বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দলীয় প্রোগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সহসভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপি সহকারী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মো. আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু প্রমুখ।
বক্তারা, ফাহাদের দলীয় কার্যক্রমে অবদানের কথা স্মরণ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
কেকে/বি