ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আঁধারকোঠা বারাশিয়া নদীতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীপাড়ে ভিড় জমায় হাজারো মানুষ।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ভেলা বাইচ ছাড়াও ছিল হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠাসহ গ্রামবাংলার নানান মজার খেলা। চারপাশের বাড়িঘর ও নদীপাড়ে ছিল আনন্দ-উৎসবের আমেজ। নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন। দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজনও ছুটে আসেন এই আনন্দ ভাগ করে নিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতা ইমরান হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এলইডি টিভি, মোবাইল ফোন, ডিনার সেট, কলসসহ আকর্ষণীয় পুরস্কার।
এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা প্রতিবছর এমন আয়োজন করার দাবি জানান।
কেকে/বি