নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘এক হাজার’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ‘এক হাজার’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে কাঁচপুর এলাকার পূর্বপাশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান উপজেলা প্রশাসন।
ফারজানা রহমান বলেন, ‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কয়েক বার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই কয়েক সপ্তাহ না যেতেই স্থানীয় কিছু দুষ্টু চক্র পুনরায় দখল করে। কিন্তু এবার কোনো ক্রমেই দখল করা যাবে না। জেলা প্রশাসকের নির্দেশনাতেই এবার সোনারগাঁয়ের এমন অভিযান চালানো হয়েছে। যদি এর পর কোনো ব্যক্তি আবার দখল করার পাঁয়তারা করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহআলম।
কেকে/ এমএ