বান্দরবানের লামায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রূপসী পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে লামা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় মো. মঈন উদ্দিন ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ দায়িত্ব পালনের উপরও গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ রাশেদুল হক রাসেল সরকারি বিভিন্ন সেবা, টাইফয়েড ভ্যাকসিন, নতুন কুঁড়ি-২০২৫’-এর সময় বৃদ্ধি, জন্মনিবন্ধন, তথ্য অধিকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।
কেকে/ এমএ