মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডে দু’টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।
মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে সোনালী মার্কেট এলাকার আউয়াল হোসেনের ফার্নিচারের দোকানে প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তা পাশের কামরুল ইসলামের দোকানেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা অগ্নি নির্বাপনের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই আমরা। ভোর পাঁচটার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপন কাজে যোগ দেয় গজারিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।
দোকান মালিক আউয়াল হোসেন বলেন, প্রতিদিনের মত সোমবার রাত দশটার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় যাই। চারটার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। ঘটনার সময় দোকানে কেউ ছিলনা এবং সকল বৈদ্যুতিক সারঞ্জাম বন্ধ ছিল। আমার ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় আমাদের প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়ে গেছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমিও পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
কেকে/ আরআই