নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী ইভান হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ইসদাইর এলাকার বাবুল মিয়ার ছেলে।
অভিযোগ রয়েছে, গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম ও তার অপর দুই ভাই মিলে রোববার রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে ইভানকে ছুরিকাঘাতে হত্যা করে।
উল্লেখ্য, রোববার রাতে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামের সামনে ইভানকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইভান ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার জামাই বাবুর ছেলে। ইভানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগে ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সে আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান।
কেকে/ এমএস