চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি দপ্তরের তালিকাভূক্ত কৃষকদের মাঝে শীতকালীন রবি শস্য মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
প্রণোদনার মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মিজানুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ