নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ৬ ভাগে বিভক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বৈদ্যারবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
উপজেলা বিএনপি সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগড়াপাড়া চৌরাস্তা বিকেলে বিজয় র্যালি করেছেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী গিয়াসউদ্দিন কাঁচপুর থেকে মেঘনা বিজয় র্যালি করেছেন।
উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া তালতলা থেকে বস্তল পর্যন্ত র্যালি করেছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী এসএম ওয়ালির রহমান আপেল তালতলা থেকে র্যালি বের করেন।
এছাড়া সোনারগাঁ উপজেলা বিএনপি সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বস্তল এশিয়ান হাইওয়ে রাস্তায় বিজয় মিছিল করেছেন।