গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ভিন্ন স্থানে পালন করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ সময় সব ধরনের অস্ত্র পরিবহন ও প্রদর্শন এবং পাঁচজনের বেশি লোক একত্রে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
১৪৪ ধারা বলবৎ থাকায় বিএনপির জেলা সহ-সভাপতি মোজাহারুল ইসলাম ও এডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহর আহ্বানে বিকেল ৪টায় ধুমাইটারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন বাদশাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, ঢাকাস্থ গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম-আহ্বায়ক ও বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, নাহমুদুল হক রাসেল, মাজেদুর রহমান প্রামাণিক রুনু, জিয়া পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা একেএম ফখরুল ইসলাম মিলু প্রমুখ।
অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে উপজেলার ১৫ ইউনিয়নে পৃথকভাবে কেক কাটা, বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই এলাকায় বিএনপির দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা তৈরি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ১৪৪ ধারা জারি করেন। বুধবার দিনভর পৌর এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত সময় পার করেন।
কেকে/ আরআই