শ্রীপুর উপজেলায় ‘সুমন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্রের পরিচালিত পাঁচটি টর্চার সেল (নির্যাতনকক্ষ) শনাক্ত করে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি এয়ার গান, দেশীয় তৈরি অস্ত্র ও নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বরমী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (১৮), পোসাদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুল শাহীদ (৩৫) এবং বড়নল গ্রামের মৃত হাসেমের ছেলে কফিলউদ্দিন (৬৫)।
এর আগে, চক্রটির প্রধান সুমন শেখকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, ‘সুমন বাহিনী’ এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। নিরীহ মানুষের ওপর নির্যাতনের ঘটনায় দীর্ঘদিন তারা আতঙ্কে ছিলেন। পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশ জানায়, সুমন বাহিনীর সদস্যরা নিজেদের প্রভাব বিস্তারের জন্য নিরীহ লোকজনকে অপহরণ করে নির্যাতন করত। তাদের বিরুদ্ধে একাধিক নির্যাতন, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। উদ্ধার করা টর্চার সেলগুলোতে রক্তমাখা লাঠি, রশি, বাশের কেল এবং নির্যাতনের অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরমি ইউনিয়নের পাঠানটেক, বারনল, কোশাদিয়া, বরকুল ও নন্দিয়া সাংগুণ গ্রামে এসব টর্চার সেলের খোঁজ পাওয়া যায়। পরে রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে অপহরণ, নির্যাতন ও অর্থ আদায়ের কার্যক্রম চালিয়ে আসছিল।
ওসি আরও জানান, আমরা সুমন বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছি। স্থানীয়দের সহযোগিতায় এই চক্রকে নির্মূল করা হবে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
কেকে/ আরআই