ফেনীর সোনাগাজীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ সালের উপকার ভোগী ১১৫ দুঃস্থ পরিবারের নারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব চাল বিতরণ করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) নবাবপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জামাল উদ্দিন, ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম।
এ সময় ১১৫ উপকার ভোগী পরিবারের মাঝে কার্ড ও ৩০ কেজি করে জুলাই ও আগস্ট- ২ মাসের চাল বিতরণ করা হয়।
কেকে/এমএ