ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একইসাথে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংসদ এমএ খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিপি সাজ্জাদ। বক্তব্য রাখেন মেজর এসএম সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার দবির, ব্যারিস্টার নাছের খান অপু, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমান আলী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুস সালাম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. আবুল খায়ের, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো. মনিরুল হক আব্দুল্লাহ, পৌর জাসাসের আহ্বায়ক আবুল কালাম, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদ জাহিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা গিয়াস উদ্দিন, যুবদল নেতা অলি উল্লাহ।
কেকে/এমএ