বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের (একাংশের) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এসে জড়ো হন (ব্রাহ্মণবাড়িয়া-৪) কসবা-আখাউড়া আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি মুশফিকুর রহমানের সমর্থকরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজার মায়াবী কমপ্লেক্সের সংলগ্ন-মায়াবী লেডিস ফ্যাশনের সামনে এসে পথসভায় মিলিত হয়।
জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মিশন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাদাত হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, উপজেলা যুবদল নেতা মো. মোরাদ খাঁন, উপজেলা মহিলা দলের নেত্রী আকলিমা আক্তার আখি, জান্নাত পারভীন স্মৃতি, তাহমিনা আক্তার মিনু।
কেকে/এমএ