সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালীটি বের করা হয়। র্যালীটি গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
এতে সাভার-আশুলিয়ার হাজার হাজার বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৯ থেকে বিএনপির মনোয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সারা দেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকে তার বহিঃপ্রকাশ সাভারের মাটিতে হয়েছে। এ সময় মোহাম্মদ আইয়ুব খান সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা এখন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত আছি।
কেকে/ আরআই