দেশে চলমান সহিংসতা ও সরকারের নিরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। নিরাপত্তার নামে গঠিত যৌথ বাহিনী জনগণকে রক্ষা করতে পারছে না বরং ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তাদের দাবি, সরকার যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন,বাংলাদেশের মানুষ ভালো নেই, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। চাঁদাবাজি, মারামারি ও রাহাজানিতে দেশ ছেয়ে গেছে। অথচ যাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। খুন-খারাপি ঘটলেও তারা নীরব দর্শক হয়ে থাকে। ইন্টেরিম সরকার যদি চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড দমন করতে ব্যর্থ হয় তবে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদের অবসানের পর সংস্কারের প্রত্যাশায় ইন্টেরিম সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল। কিন্তু তারা সংস্কারের পরিবর্তে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও নীলফামারীতে শ্রমিক হত্যার ঘটনা তারই প্রমাণ। যারা জনগণকে রক্ষা করতে পারে না তাদের পদত্যাগ করা উচিত।
কেকে/ আরআই