লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে টানা সাতদিন আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি জয় কুরি (২৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
এর আগে, মঙ্গলবার রাতে জুমুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাড়ির সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে জয় কুরি মাইক্রোবাসে করে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। কিন্তু ভিন্ন ধর্মের হওয়ায় বিয়েতে অসম্মতি জানালে শুরু হয় শারীরিক নির্যাতন ও ধর্ষণ। টানা সাতদিন বন্দি রাখার পর ৩০ আগস্ট সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন।
এ ঘটনায় গত ৩০ আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জয় কুরি ও তার আরো তিন সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস