ফেনী সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে ভিডব্লিওবি প্রকল্পের আওতায় হতদরিদ্র ১১৬ পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের (ভিডব্লিউবি) আওতায় এসব চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব খোকন শীল, ইউপি সদস্য জসিম উদ্দিন, আবু ইউছুপ, মহিলা (সংরক্ষিত) ইউপি সদস্য সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/ আরআই