গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সকল তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ ‘জিএসটিইউ অ্যাপ’ উদ্বোধন করা হয়েছে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা অভ্যন্তরীণ যোগাযোগকে আরও সহজ ও দ্রুত করবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তিনি অ্যাপটি তৈরি করার জন্য আইসিটি সেলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, সহকারী প্রোগ্রামার মো. মাহমুদুল ইসলাম প্রমুখ।
এদিকে, অ্যাপটির মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাস সিডিউলসহ বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (https://www.gstu.edu.bd/dev/gstuapps/) অ্যাপটি ডাউনলোড করা যাবে। এছাড়া পর্যায়ক্রমে অ্যাপের তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে।
কেকে/ আরআই