‘সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে’ এ স্লোগানে নানা আয়োজনে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও প্রেসক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।
পরে প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে ও মো. মহসিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সভাপতি সারোয়ার শিকদার, খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. মাছুম বিল্লাহ, কাঠালিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক নন্দা কর্মকার প্রমুখ।
কেকে/ আরআই