ফেনীর সোনাগাজী মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেবা পেয়ে খুশি প্রসূতিরা। গত ৩ মাসে প্রায় ১০ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি হয়েছে। অন্যদিকে ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী ছয় মাস ধরে সরবরাহ বন্ধ থাকায় কেন্দ্রমুখো হচ্ছে না কেউ। রোগীরা সেবা নিতে এসে ওষুধ ও পরিবার পরিকল্পনা সামগ্রী না পেয়ে ফিরে যেতে দেখা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময় মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিবিড় তত্ত্বাবধানে আস্থার সহিত প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি করা হচ্ছে। এছাড়া যদি প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযুক্ত করা যায় তাহলে সেবার মান আরো বাড়াবে বলে জানান স্থানীয়রা।
ছাড়াইতকান্দি গ্রামের তাহমিনা আক্তারের স্বামী জানান, আমার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসে আপাটার সাথে যোগাযোগ করি। তিনি প্রথম ৪ মাস পর থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখে। আলহামদুলিল্লাহ গত মাসে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়। আমার বৌ বাচ্চা ২ জনেই সুস্থ আছেন।
স্থানীয় সাতবাড়িয়া গ্রামের টুম্পা আক্তার নামের প্রসূতির স্বামী রবিউল হাসান জানান মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যথাযথ সেবা পাওয়া যাবে কি না, সংশয়ে ছিলাম। কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে আমি অভিভূত। তাৎক্ষণিক প্রয়োজনীয় সব সেবা পেয়েছি। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। এদিকে নিয়মিত কিছু রোগী ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চলে যেতে দেখা গেছে।
স্থানীয় আবদুস সালাম নামের এক সেবা গ্রহীতা বলেন, আমি গত ২ মাসে ৪ বার চুল কানীর মলমের জন্য এসেছি একবার ও পাইনি। এখানের মলম গুলোয় আগে খুব উপকার পেয়েছি। এখন আসলেই বলে নাই। এটি যেন তাদের নিত্য কথা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি মাধুরী নাথ জানান, আমরা এখানে প্রসূতি মাকে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা দিয়ে থাকি। এছাড়া কিশোরীদের স্বাস্থ্য সেবাও নিয়মিত কাজ করে যাচ্ছি। গত ৩ মাসে প্রায় ১০ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য কেন্দ্রে হয়েছে। স্থানীয়রা যেন আমাদের এখানে সেবা নেন এ আহ্বানটুকু রাখছি।
চর চান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক তপন চন্দ্র দাস জানান, গত ফেব্রুয়ারি থেকেই ঔষধ ও ভ্যাক্সিন সরবরাহ কম হওয়ায় স্বাভাবিক সেবা থেকে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। আমরা উর্ধতনদের বিষয়টি জানিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান আসবে।
মতিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (অতিরিক্ত) আবদুল হামিদ জানান, এই কেন্দ্রে এফডব্লিউভি মাধুরী নাথ ২৪/৭ ডিউটি চালিয়ে যাচ্ছে। কিছু উপকরণের ঘাটতি রয়েছে। এছাড়া প্রসূতি মায়েদের জন্য আধুনিক যন্ত্রপাতি হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে। প্রসূতি মায়েরা যেন এখানে সেবা নেন সে জন্য আমরা উঠান বৈঠকসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।
দায়িত্বরত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব নবী বলেন, আমরা মায়েরা গর্ভবতী হওয়ার কথা জানার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বাড়িতে যেন কোন প্রকারে ডেলিভারি না হয় সে জন্য সচেষ্ট থাকি। এছাড়া স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন উঠান বৈঠক করে থাকি। আর ওষুধের সংকট শুধু মতিগঞ্জ বা সোনাগাজী উপজেলায় তা না এটি সারা বাংলাদেশের একই চিত্র। আশাকরি আগামী মাসে সমাধান হবে।
উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ঔষধের বিষয়টি জেনেছি। বিষয়টি আমি গুরুত্বের সহিত দেখছি কি করা যেতে পারে।
কেকে/এআর