কুমিল্লার মেঘনা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের কেরামত আলীর ছেলে।
রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মো. মশিউর আলম, এসআই আকতারুজ্জামান, এএসআই মো. শাহজাহান ও কনস্টেবল মেহেদী হাসান বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকারচর বঙ্গবন্ধু সরকারি কলেজের পেছনে সবুজ মিয়ার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবুজ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার লুঙ্গির কোমরে লুকানো অবস্থায় তিনটি প্যাকেটে রাখা মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি প্যাকেটে ২০০ করে মোট ৪০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫৫ গ্রাম।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় উঠতি বয়সী যুবকদের কাছে ইয়াবা বিক্রি করে আসছেন। তার কোনো নির্দিষ্ট পেশা নেই, ইয়াবা ব্যবসাই তার আয়ের প্রধান উৎস। এছাড়াও গ্রেফতারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত আটটি মামলা রুজু হয়েছিল।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল খোলা কাগজকে বলেন, “আটক সবুজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”
কেকে/এআর