‘আমিষেই শক্তি-আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৫ -২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৩টি প্রতিষ্ঠানে উম্মুক্ত জলাশয়ে ও ফেনী নদীতে প্রায় তিনশ ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া।
উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতারের সভাপতিত্বে অবমুক্ত করণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা মৎস্য অফিসার উজ্জল বনিক, সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সমবায় অফিসার মো. হানিফ।
এসময় উপজেলা মেরিন ফিশারিজ অফিসার খাইরুল বিশার, উপজেলা খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনসহ মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাতিষ্ঠানিক জলাশয়ের মধ্যে উপজেলা পরিষদের পুকুর, মডেল থানার পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির ও আশ্রয়ন প্রকল্প ও এতিমখানার পুকুর রয়েছে। উম্মুক্ত চলাশয়ের মধ্যে ছোট ফেনী নদী ও কয়েকটি প্লাবন ভূমির কথা নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য অফিসার কার্যালয়।
কেকে/এজে