মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি আবাসিক এলাকায় চলাচলের রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক এলাকাবাসী, স্কুল-কলেজ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দা আলী আশরাফের বাবা জীবদ্দশায় সাধারণ মানুষের সুবিধার্থে ১৩ ফিট জায়গা রাস্তার জন্য দলিলে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে পৌরসভার মাধ্যমে রাস্তা মাটি ভরাটও করা হয়। কিন্তু সম্প্রতি আলী আশরাফ সেখানে একটি পাকা গেট নির্মাণ করে পথ বন্ধ করে দেন। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানান।
অভিযুক্ত আলী আশরাফের দাবি, তার বাবা পারিবারিক সুবিধার্থে দলিলে যে রাস্তার উল্লেখ করেছিলেন, তা পৌরসভার নয় বরং পারিবারিক সম্পত্তির অংশ। তিনি আরো বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পূর্ববর্তী সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জায়গা দখল করার চেষ্টা করেছিলেন। বর্তমানে জায়গাটি রক্ষার স্বার্থেই তিনি পথ বন্ধ করেছেন।
কেকে/এআর