জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় পূর্বঘোষিত তফসিল অনুযায়ী জাকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০জন , সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন।
এ ছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯জন , পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ৬জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮জন, সাংস্কৃতিক সম্পাদক ৮জন , সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ৮জন, নাট্য সম্পাদক পদে ৫জন, ক্রীড়া সম্পাদক পদে ৩জন, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬জন, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ৮জন, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭জন , পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ৭জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭জন, নারী কার্যকরী সদস্য পদে ১৬জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
এর আগে ২৭৬ জনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। শেষ দিনে ৮৬ জন প্রার্থীতা প্রত্যাহার ও ৬ জনের প্রার্থীতা বাতিল হয়।
নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম. রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১৭৯ প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছি। আজ ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে।এবং যাচাই-বাছাই করে ছয়টি মনোনয়নপত্র বাতিল করেছি। ২৫ টি পদের জন্য মোট ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সচেষ্ট আছি শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিবেশ উন্নতর হবে।
উল্লেখ্য, ২৯ আগস্ট বিকেল ৪ টা থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন।
কেকে/ আরআই