ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিতব্য “এনার্জি গভারনেন্স ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার রমনায় আইইবি সদর দফতরের পুরাতন ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
সেমিনারে বিশেষ অতিথি থাকবেন আইইবি তড়িৎকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহার হোসাইন এবং এনার্জি অ্যাডভাইসর কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অধ্যাপক ড. এম. শামসুল আলম।
সেমিনারে আইইবি’র প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামের (রিজু) সভাপতিত্বে সঞ্চালনায় থাববেন তড়িৎকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী।
কেকে/এজে