বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫,
৩১ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: চাকসু নির্বাচনে একাধিক প্যানেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ       নারায়ণগঞ্জে অনেক বড় গডফাদার ছিল : আসিফ নজরুল      চাকসু নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে : সিইসি      পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অবিচল অঙ্গীকার : মহাপরিচালক      বিকাশ-নগদ-রকেটের মধ্যে টাকা লেনদেনের খরচ কত হবে      বুধবারের উল্লেখযোগ্য সংবাদ      দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, পুরুষদের সমান ভাতা পাবেন নারীরা      
রাজধানী
মেট্রোরেলে বাড়ছে সময় ও ট্রিপ
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকায় স্বস্তির গণপরিবহন মেট্রোরেল সেবায় পরিবর্তন আসছে। আগামী ১৯অক্টোবর (রোববার) থেকে বাড়ছে ট্রেন চলাচলের সময়। আর আগামী মাসের মাঝামাঝি বাড়বে ট্রিপের সংখ্যাও। ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং সেবার পরিধি বাড়বে।

সকাল ও রাতে আগের চেয়ে আধা ঘণ্টা করে বেশি সময় ট্রেন চলবে। ফলে দিনে মোট এক ঘণ্টা বাড়তি সেবা পাবেন যাত্রীরা। ঢাকা মেট্রোরেল নির্মাণ-পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সময় ও ট্রিপ বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষ গত মাসেই নীতিগত সিদ্ধান্ত নেয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালানো হয় বাড়তি ট্রেন। এর ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে নতুন সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত আসে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

নতুন সময়সূচি কেমন হবে?

রোববার থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার–বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, যা আগে ছিল রাত ৯টায়।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

শুক্রবারে এখন মেট্রোরেল চালু হয় বিকেল ৩টায়। নতুন নিয়মে তা শুরু হবে আধা ঘণ্টা আগে, অর্থাৎ বেলা আড়াইটায়। রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।

ট্রিপ বাড়ছে আগামী মাসে

নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এখন প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ হয়। নতুন পরিকল্পনায় ট্রেনের ‘হেডওয়ে’ বা এক ট্রেনের পর আরেক ট্রেন আসার ব্যবধান কমিয়ে আনা হবে।

বর্তমানে ব্যস্ত সময়ে ট্রেন আসে প্রতি ৬ মিনিটে, কম ব্যস্ত সময়ে ৮ মিনিটে এবং সবচেয়ে কম ব্যস্ত সময়ে ১০ মিনিটে। নতুন সূচিতে এই ব্যবধান যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনা হবে। এই ব্যবধান কমলে যাত্রীদের ট্রেন ধরার জন্য অপেক্ষার সময় কমবে।

কত ট্রেন চলবে?

উত্তরা-মতিঝিল রুটে এখন আছে ২৪ সেট ট্রেন, প্রতিটিতে ছয়টি কোচ। এর মধ্যে ১৩ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। সময় ও ট্রিপ বাড়লে ১৯ সেট ট্রেন সক্রিয়ভাবে চলবে।

বাকি ট্রেনগুলোর মধ্যে দুই সেট ওয়ার্কশপে থাকে পরীক্ষামূলক কাজে, আর এক সেট ট্রেন ব্যবহার করা হয় সকালবেলা লাইন পরীক্ষার জন্য।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল   সময় ও ট্রিপ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চাকসু নির্বাচন : চারুকলার হোস্টেলের ফল ঘোষণা—ছাত্রদল এগিয়ে
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৩২ জন
বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান-আলবীর
ভেজাল ও নিম্নমানের সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধের নির্দেশ ইউএনওর

সর্বাধিক পঠিত

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ববি হাজ্জাজের আত্মপ্রকাশ
হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী
রিপন মিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল এলাকাবাসী
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নীরব প্রশাসন
প্রান্তিক কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close