বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ অনুষ্ঠান ‘গানের আর্তনাদে’ হামলা করেছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাধা উপেক্ষা করে সন্ধ্যায় গানের আর্তনাদ অনুষ্ঠান চালিয়ে যান বাউলরা।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে আসেন। শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন। পরে তাদের মধ্যে কয়েকজন গানের আর্তনাদ অনুষ্ঠানের ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত বাউলরা এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতি হয়। পরে জুলাই মঞ্চের বাধা উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শুরু হয় বাউলদের গানের আর্তনাদ অনুষ্ঠান।
এদিকে, ‘সম্প্রীতির যাত্রা’ আজকের গানের আর্তনাদ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান থেকে গ্রেফতার বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
কেকে/ আরআই