সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ২টি স্কুল রয়েছে। স্কুল ২টি হলো রাজধানী আবুধাতিতে অবস্থিত ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং রাস আল খাইমাহ প্রদেশে ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।
স্কুল ২টি বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করে। দেশটির বাংলাদেশি প্রবাসী সন্তানদের শিক্ষা কার্যক্রমে এ ২টি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বাংলাদেশি কারিকুলামে পরিচালিত ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কর।
আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩ জন পাস করেছে এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৭৩ শতাংশ। ৪৩ জনের মধ্যে ১জন গোল্ডেন এ প্লাস, ৭ জন এ প্লাস, ২৮ জন এ, ৭ জন এ মাইনাস এবং ১ জন সি গ্রেড পেয়েছে।
রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী পাশ করেছেন এবং ২জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় ১৩ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পাশের হার ৮৯ শতাংশ। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে থেকে ১ জন এ প্লাস এবং ১১ জন এ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন এ প্লাস ও ৪ জন এ গ্রেড পেয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশের শিক্ষাবোর্ডের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ২টি বাংলাদেশি স্কুলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আমিরাতের ২টি কেন্দ্র থেকে বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে মোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রবাসীরা জানায়, আমিরাতের ৭টি প্রদেশের মধ্যে ২টি প্রদেশে বাংলাদেশি স্কুল আছে, অন্য ৫টি প্রদেশে নাই। ফলে বসবাসরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। দুবাই ও শারজাহে বাংলাদেশি স্কুল না থাকায় বাংলাদেশি শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভারতীয় স্কুল বা ইংরেজী মাধ্যমে লেখাপড়া করছেন।
কেকে/বি