নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হওয়াদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে হাসান গাজীর মৃত্যু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে দুপুরে মারা যায় তার চার বছর বয়সী শিশু জান্নাত।
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বাবা-মেয়ে। তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্বজন ইব্রাহিম।
তিনি জানান, জান্নাতের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ দুপুরে শিশুটি না ফেরার দেশে চলে যায়। বাকি দগ্ধদের মধ্যে জান্নাতের মা সালমা ও আরো দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোররাতে সিদ্ধিরগঞ্জে পাশাপাশি দুটি ঘরে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হন। পরবর্তীতে তাদেরকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন রাইয়ান, ২৫ আগস্ট নানী তাহেরা আক্তার (৫০) মারা যায়।
কেকে/ এমএস