লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শুরু করার দাবিতে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জামায়াতের শহর ও চন্দ্রগঞ্জ শাখার এ আয়োজন করা হয়।
এসময় বক্তারা লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের গুরুত্ব তুলে ধরেছে। দ্রুত কাজ শুরু না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা
এতে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ।
জামায়াত নেতা রেজাউল করিম বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের অধিকাংশ জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি। গত ফেব্রুয়ারি মাসে এ সড়কটি চার লেনের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু অদৃশ্য কারণে কাজ শুরু হচ্ছে না। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও কোন নির্দিষ্ট কারণ জানাতে পারছে না। মূলত আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজটি শুরু হচ্ছে না।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি বেহাল হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ সড়কের জন্য ৩৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রয়োজনীয় টেন্ডার জমা হয়নি কারণ দেখিয়ে কাজ শুরু করা হচ্ছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শুরুর দাবি জানাচ্ছি।
কেকে/এজে