জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর-এর সিনিয়র প্রোগ্রামার মো. সেলিমূল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত ৩.৩০টায় ঢাকায় আনোয়ার খান মডার্ন কার্ডিয়াক সেন্টারে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. সেলিমূল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মো. মোস্তাফিজুর রহমান,পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেকে/এএস